নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সদরের খুরুশকুলে চলাচলের রাস্তা নিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। এসময় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা।
গত ৩ মে (রবিবার) রাত ৮ টার দিকে খুরুশকুল ইউনিয়নের মেহেদী পাড়ায় এঘটনা ঘটে। পরে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের ভর্তি দেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন, একই ইউনিয়নের মেহেদী পাড়ার মৃত আবুল কালামের মেয়ে সিফা আক্তার (১৬) ও সুমি আক্তার (২০) শাহ অালম ও তার স্ত্রী মিনুয়ারা বেগম।
হামলাকারী হলেন, ওই এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে সাদ্দাম হোসেন ও আব্দুল মতলব, বদি আলমের ছেলে মো. আকবর, মৃত আব্দুল আলিমের ছেলে মো. মিজান, মৃত আবুল খাইরের ছেলে অাবুল কাশেম, একই এলাকার আবুল কাশেমের ছেলে জিয়াবুল হাসনাতসহ ভাড়াটিয়া অজ্ঞানামা ৫/৬ সন্ত্রাসীরা।
জানা যায়, ওই হামলাকারীরা সন্ত্রাসী টাইপের লোক। তারা এলাকার কাউকে পাত্তা দেইনি। এমনকি আইনের কোন তোয়াক্কা করেনি। ওই হামলাকারীদের এলাকায় সন্ত্রাসী হিসেবে চিনে।
আহত শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে বসতভিটা এলাকার চলাচলের রাস্তা নিয়ে ওই হামলাকারী মধ্যে মনোমালিন্য চলছে। এর জের ধরে হামালাকারীরা অস্ত্রসজ্জিত হয়ে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমরা নারীসহ ৪ জন আহত হয়েছি। বর্তমানে আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-