ইফতার সামগ্রী নিয়ে কর্মহীনদের পাশে বাইশারীর ওরা চারজন

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি :

ইফতার সামগ্রী সহ দূযোর্গে বাইশারী ফাউন্ডেশনের চার সদস্য।

“উপকারভোগীদের ছবি তুলা হয় না” স্লোগানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে ইফতার সামগ্রী নিয়ে দাড়িয়েছে দূযোর্গে বাইশারী ফাউন্ডেশনের ওরা চারজন।

রবিবার (০৩ মে) সকালে ফাউন্ডেশনের সদস্য যুবনেতা জসিম উদ্দিন, নুরুল কবির রাশেদ, আব্দুর রহমান ও সাংবাদিক মুফিজুর রহমানের নেতৃত্বে ইউনিয়নের বাইশারী সদর, নারিচবুনিয়া, করলিয়ামুরা, তুফান আলী পাড়া, হলদ্যাশিয়া ও আলীক্ষ্যং এলাকার ১ শত কর্মহীন পরিবারের হাতে হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, পবিত্র রমজান মাসে কর্মহীনদের পাশে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে সত্যি নিজেদের খুবই ধন্য মনে হচ্ছে।

ভবিষ্যতেও দূযোর্গে বাইশারী ফাউন্ডেশন এলাকার অসহায়, দুস্থদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এসময় বাইশারীর প্রত্যেকটা এলাকায় মানবিক কাজে যুবকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

আরও খবর