কক্সবাজারে ১৭৫টি কওমী মাদ্রাসা ও এতিমখানায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ শুরু

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে লকডাউন। অার এ পরিস্থিতিতে মহামারি করোনা ভাইরাসের ছোবলে বিপযর্স্ত হয়ে পড়েছে কওমী ও এতিমখানার শিক্ষার্থীরা।

তাই সারাদেশের ন্যায় কক্সবাজারে ১৭৫ টি কওমী মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ প্রাপ্ত অর্থের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৩ মে) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই চেক বিতরণ শুরু হয়।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে প্রথম দিনেই সদর উপজেলার ১১ টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।এছাড়া বাকি চেকসমূহ উপজেলা ভিত্তিক বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপসচিব মোহাম্মদ অাশরাফুল অাফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা: শাজাহান অালি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা।

আরও খবর