সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার সদরের খুরুশকুলে ইউনিয়নে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় ‘ভ্রাম্যমাণ হাসপাতাল’ উদ্বোধন করা হয়েছে।
২ মে (শনিবার) সকাল ১১ টার দিকে ওই হাসপাতালের কার্যক্রম উদ্ধোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান,সিভিল সার্জন, বিএমএ জেলা সাধারণ সম্পাদক ডাঃ মাহাবুবুর রহমান,স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দিন প্রমূখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-