টেকনাফ প্রতিনিধি ◑
টেকনাফের হোয়াইক্যংয়ে আকতার উল্লাহ (২৮) নামে এক কৃষককে অপহরণের পর হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তার বিচার চেয়ে প্রতিবাদে বিক্ষোভ করে সাধারন মানুষ।
শুক্রবার (১ মে) জুমার নামাজের পরপরই হোয়াইক্যংয়ের মিনাবাজারে এ বিক্ষোভ করে সড়কে বসেছে এলাকাবাসী। আকতার হত্যার বিচার ও অপহৃত বাকি দুইজনের মুক্তির দাবী জানিয়েছে তারা।
হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক শাহ আজিজুর রহমান মামুন বলেন, এ রোহিঙ্গাদের হাতে যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এবার আমরা কৃষককে হারালাম। আরও দুইজন অপহরণ করা হয়েছে। মুক্তিপণ চাওয়া হচ্ছে। মানবতা আজ কোথায়। এভাবে চলতে থাকলে আমাদের একদিন এলাকা ছেড়ে পালাতে হবে। আমরা কৃষক হত্যার সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি এসব অপপরাধিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার হোয়াইক্যংয়ের মিনাবাজার পশ্চিম ঘোনার খেত থেকে ৬ জনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সেখান থেকে তিনজনকে ছেড়ে দিলেও বাকি তিনজনকে রেখে দেয়। সেখান থেকে আজ একজনের মরদেহ পাওয়া যায়। বাকি দুইজনের এখনো সন্ধ্যান পাওয়া যায়নি। তবে একটি পক্ষ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-