সংবাদ বিজ্ঞপ্তি ◑
ছবির ছেলেটির নাম জাহেদুল ইসলাম, তার বাড়ি উত্তর সোনার পাড়া এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
সে বিগত কয়েকমাস যাবৎ নানা ধরণের শারীরিক অসুস্থতাবোধ করলে কারণে তাকে কক্সবাজারে ও চট্টগ্রামে ভিন্ন ভিন্ন ডাক্তার থেকে বেশ কয়েকবার চিকিৎসা করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা দিন দিন খারাপ হওয়াতে বিগত মাসে কক্সবাজারে একজন ডাক্তার দেখানো হয়।
ডাক্তার বলেন, “তাঁর মেরুদণ্ডের নিচের দিকের অংশ ক্ষয় হয়ে গেছে”। উক্ত ডাক্তার তাকে উচ্চ চিকিৎসার জন্য “স্পাইন হাসপাতাল বাংলাদেশ”,শ্যামলী,ঢাকা’র একজন ডাক্তারের কাছে রেফার করেন। ডাক্তার জানান, তাঁর চিকিৎসা কার্য শেষ হতে ৩-৪ লাখ মতো টাকা খরচ হতে পারে। এমতাবস্থায় দীর্ঘদিন পারিবারিক খরচে চিকিৎসা চালানোর পর তাঁর পরিবার বর্তমানে অপারেশনের খরচ ও চিকিৎসা খরচ জোগাতে সক্ষম নয়। নিম্নবিত্ত পরিবারের এই ছেলেকে বাঁচাতে তাঁর পরিবার সবার সহযোগিতা কামনা করেছেন।।
তাই সবার প্রতি অনুরোধ জাহেদের জন্য সবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে এবং তাঁর পরিবারকে সহযোগিতা করুন।।
সাহায্য পাঠানোর নাম্বার: 01630732669 (পার্সোনাল বিকাশ,মো: আনোয়ার, রোগীর ভাই)।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-