রাজু দাশ, চকরিয়া ◑
কক্সবাজার চকরিয়া উপজেলা এসিল্যান্ড, নার্সসহ নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর প্রতিদিনই বিভিন্ন বাজারে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু আজ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে চকরিয়া এসিল্যান্ড সহ মোট ৪ শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ।
ডাঃ মোহাম্মদ শাহবাজ বলেন, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে প্রথম থেকেই বিভিন্নভাবে চকরিয়ায় মানুষকে সচেতন করে আসছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে ঘরমুখি করার চেষ্টা করেছেন। শেষমেশ দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন।
তিনি আরো জানান, পূর্বে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা করোনা শনাক্ত উপজেলা ১জন হাসপাতালের নার্স, ১জন হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ও এক জনের গাড়ি চালক।
এ অবস্থায় চকরিয়ায় প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-