ইমাম খাইর, কক্সবাজার ◑
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একদিনেই ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সেখানে কক্সবাজার সদরে ৫ জন, পেকুয়া ২ জন, উখিয়া ২ জন ও ৪ জন চকরিয়ার বাসিন্দা।
বাকী ৩ জন নাইক্ষ্যংছড়ির ও একজন বান্দরবান সদরে ১ জন।
মোট ১২০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে বাকী ১০৩ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এ নিয়ে কক্সবাজারের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৭ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।
কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালী ১০ জন, টেকনাফ ৪ জন, উখিয়া ৬ জন, চকরিয়া ৭ জন, সদর ৭ জন, রামুতে ১ জন এবং পেকুয়া ২ জন।
গত ২৪ মার্চ শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী। তার স্যাম্পল টেস্ট করা হয়েছিল ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি এখন সম্পুর্ণ সুস্থ।
নাইক্ষ্যংছড়ির একজন সুস্থ হয়ে গত ২৭ এপ্রিল বাড়ি ফিরেছেন।
প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে।
গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব।
উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো স্যাম্পেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়।
তবে, এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নাই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-