কক্সবাজারে বাজার মনিটরিং অব্যাহত: বেশী দামে পণ্য বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে খুরুশকুলের টাইম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অধিক দামে পণ্য বিক্রির দায়ে সুভাষ স্টোরকে ১৫ হাজার, মেসার্স অর্ক্য স্টোরকে ১০ হাজার, আমির স্টোরকে ৫ হাজার ও মোল্লাহ শাহ আলম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনসহ আনসার বাহিনীর সদস্যরা।

আরও খবর