অনলাইন ডেস্ক ◑ রাজধানীতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তারা হলেন, পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ ও মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত এএসআই আব্দুল খালেক।
জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (১ মে) সকালে পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ মারা গেছেন। একইদিন ভোর রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত এএসআই এবং মসজিদের ইমাম আব্দুল খালেক। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য, বুধবার দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-