চকরিয়ায় ছেলের সংস্পর্শে বাবার ‘করোনা’ পজিটিভ

রাজু দাশ, চকরিয়া ◑

কক্সবাজার চকরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাস চট্টগ্রাম ফেরত ছেলের সংস্পর্শে এসে বাবা আক্রান্ত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৫ জনের করোনা পরীক্ষার হয়। সেখানে ৩ জনের ‘পজিটিভ’ ধরা পড়ে।

করোনা আক্রান্ত হলেন, চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ৯নং ওয়ার্ডে হাঁসেরদিঘী কাচারি পাড়া মোঃ আব্দুল মতলব (৬৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ।

চকরিয়া প্রশাসনের সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল মোঃ আব্দুল মতলবের ছেলে চট্টগ্রাম ফেরত সাইদুল ইসলাম নিজ বাড়িতে আসেন। সাইদুল ইসলাম জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। চিকিৎসার জন্য মোঃ আব্দুল মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে গত সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তার রিপোর্টের বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানানো হয়েছে।

এ রোগীর পজিটিভ রিপোর্ট আসার পরে তাৎক্ষণিক ভাবে তার বাড়ি লকডাউনের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন পরে সাইদুল স্পর্শে থাকা পরিবারে স্যাম্পল টেষ্ট করা হয়েছে। তাতে আজ আব্দুল মতলবের শরীরে করোনা পজেটিভ হিসেবে রিপোর্ট আসে।

আরও খবর