ঈদগাঁওতে বেশী দামে পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মূল্য তালিকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় এবং অধিক দামে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঈদগাঁও বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে ঈদগাঁও এলাকায় বাজার মনিটরিং এবং করোনা সংক্রমণ রোধে অভিযান পরিচালিত হয়। এছাড়া অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে আনসার বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর