কক্সবাজারের রামু রাবার বাগান এলাকায় কক্সবাজার ডিবি পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ প্রকাশ খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা এবং মৃত নজির আহমদের ছেলে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু জোয়ারিয়ানালা এলাকার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটর সাইকেল এবং একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) উদ্ধার হয়েছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া জানান, মোটরসাইকেল যোগে ইয়াবা নেয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বললে না থেমে সে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা, মোটর সাইকেল, এলজিসহ তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-