মুহিববুল্লাহ মুহিব ◑
বিশ্ব মহারী করোনা ভাইরাসের কারণে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। তার মধ্যে ঢাকা ও গাইবান্ধা থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইন নামে দুই এনজিও কর্মকর্তা ঘুরাঘুরি করছিলেন উখিয়ার কোটবাজারে। খবর পেয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮) বিকেল সাড়ে চারটার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের কর্মকর্তা শহিদুল ইসলাম ও অপরজন তার সহকারী বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, করোনা সক্রমণ ঠেকাতে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু তারা তা না মেনে অফিস খোলা রেখে যার দিকে ঘুরে বেড়াচ্ছিল। খবর পেয়ে তাদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে জেল দেয়া হয়েছে। পাশাপাশি তাদের অফিসকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-