সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না রাখা করায় কক্সবাজার শহরের এবিসি রোডের আলী স্টোরকে ২৫ হাজার টাকাসহ তিন পাইকারি মুড়ি বিক্রেতাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৭ এপ্রিল) বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্য তালিকা না রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অধিক দামে পণ্য বিক্রির দায়ে এই দন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার।
এছাড়া অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করায় দুইজনকে ৫০০ করে ১ হাজার এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সতর্ক করা হয়েছে অন্যান্য ব্যবসায়ীদের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-