আন্তর্জাতিক ডেস্ক ◑ লকডাউনের এই মুহূর্তে দুবাইতে সপরিবারে আটকে রয়েছেন সোনু নিগম। এই পরিস্থিতিতে নতুন করে মাথাচাড়া দিয়েছে ২০১৭ সালে সোনু নিগমের আজান বিতর্ক। ২০১৭তে মাইক বাজিয়ে আজান নিয়ে প্রতিবাদ করে তোপের মুখে পড়েছিলেন সোনু। সম্প্রতি, কিছু নেটিজেন পুরনো সেই বিতর্ক উস্কে দিয়েছেন। নতুন করে উঠে আসা এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন সোনু নিগম।
বর্তমান বিশ্বমহামারীর এই সময় সোনু নিগমের যে বক্তব্য প্রকাশ্যে এসেছে তাতে সোনু বলেছেন, ”বর্তমান এই সময় সবাই একসঙ্গে মিলে এই অদৃশ্য শত্রুকে হারানো উচিত। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর কিছুই হতে পারে না।”
পাশাপাশি, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোনু নিগম একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দুবাইয়ের একটি জিমে শরীরচর্চার মাঝেই সোনুকে কিছু বলতে শোনা গিয়েছে। যেখানে সোনু নিগম বলেছেন, ”অনেকেই আমাকে ঠিক করে জানেন না, সেকারণেই তারা ঠিক বুঝতে পারেন না। আর আমি এটা খারাপভাবে নিই না, কারণ ওনারা তো ঠিক করে আমাকে জানেনই না। তবে যারা পাশে থেকেছেন তাদের ধন্যবাদ। আমার গুরু আমায় শিখিয়েছিলেন যে সম্মান দেয়, সেই আবার কখনও অসম্মান করে বসে।”
তবে সোনু যে এই বক্তব্য টুইটারে নতুন করে ওঠা আজান বিতর্ক নিয়েই রেখেছেন, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। প্রসঙ্গত ২০১৭ সালে ওই বিতর্কের পরই তিনি টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনদের প্রশ্ন তোলেন, সোনু এখন দুবাইয়ে রয়েছেন। দুবাই মুসলিম প্রধান দেশ। সেখানে তো তাকে রোজ আজান শুনতে হচ্ছে। এখন কেন বিরোধিতা করছেন না সোনু? অনেকে আবার সোনুর পুরোনো টুইটের স্ক্রিনশট দুবাই পুলিশকে ট্যাগ করছেন। এবং দুবাই পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছেন, সোনুকে গ্রেফতার করা হোক।
প্রসঙ্গত, ২০১৭ সালে মাইক বাজিয়ে আজান নিয়ে সোনু নিগমের করা একটি টুইট ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। একটি টুইটে সোনু লিখেছিলেন, ”ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর আছে। আমি ইসলাম ধর্মাবলম্বী নই। তা সত্ত্বেও কেন আমার আজানের আওয়াজে ঘুম ভাঙবে। এদেশে ধর্মীয় বাধ্যবাধকতা কবে বন্ধ হবে?”
উল্লেখ্য, বর্তমানে সোনু নিগম সপরিবারে দুবাইতে আটকে রয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-