অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজার শহরের বড় বাজার ও আলীর জাহাল এলাকায় কারসাজি করে করে পণ্যের দাম বৃদ্ধি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বড় বাজার ও আলীর জাহাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধির দায়ে বড় বাজারের মেসার্স মোস্তফা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা ও নিয়মের চেয়ে এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেশী রাখায় আলীর জাহালের মেসার্স সামা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন, জেলা স্যানিটেরী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক, ১৪ আর্মড পুলিশের সদস্যসহ অন্যান্যরা।

আরও খবর