রাজু দাশ, চকরিয়া ◑
কক্সবাজার চকরিয়ায় পরিবারের জন্য মাছ কিনতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় বাহাদুর আলাম (৩২) নামের এক যুবক মর্মান্তিক মৃত্যুতে হয়েছে। তার মৃত্যতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (২৪ এপ্রিল ) সকাল ৮টার দিকে চকরিয়া মাতামুহুরি চোয়ার ফাড়ি মাছবাজারে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাতে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাহাদুর আলাম (৩২) চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডে ভরামুহুরী এলাকার বাবু চৌকিদার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে মাছ কিনতে যায় বাহাদুর সে সময় চলন্ত অবস্থাতেই মোটরসাইকেল পেছন থেকে পড়ে যায়। এতে দ্রুত গতিতে আসা একটি টমটম গাড়ি সাথে মাথায় আঘাত পান। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সহযোগিতা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্মরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। মাথায় আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে চমেক হাসপাতলে চিকিংসাধীন অবস্থা বাহাদুর আলমের মৃত্যু হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-