মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি ◑
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে করোনা সংকটকালে আওয়ামীলীগের উদ্যোগে ১১ সদস্য বিশিষ্ট ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন উপজেলা ত্রাণ কমিটির আহবায়ক আবু তাহের কোম্পানী ও সদস্য সচিব সদস্য ক্যানু অং চাক।
ত্রাণ কমিটিতে বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরকে আহবায়ক এবং সাধারন সম্পাদক মংথোয়াইলা মার্মাকে সদস্য সচিব করা হয়।
কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে আছেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম ও মুক্তিযোদ্ধা ধুংছাই মার্মা। এছাড়া সদস্য হিসেবে আছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মহিলালীগ সভানেত্রী নুরজাহান বেগম, শ্রমিকলীগ সভাপতি উছাথোয়াই চাক, যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বাবুল হোসেন, কৃষকলীগ সভাপতি মোঃ আবু জাফর ও ছাত্রলীগ সভাপতি ছালেহ নুর করিম রিপন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-