টেকনাফ প্রতিনিধি ◑
করোনা আক্রান্ত তিন ব্যক্তিকে কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রামু আইসোলেশনে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধায় জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয়। একই দিন রাতে টেকনাফ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ৫৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯ চিকিৎসক, ১৬ নার্স এবং ২৮ জন হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, এখন পর্যন্ত টেকনাফে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের এখান রামু আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে তিনিসহ হাসপতালের চিকিৎসক ও নার্সসহ ৫৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসের মাধ্যমে কক্সবাজার মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘এর আগে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের পজেটিভ আসলেও, বাকিদের নেগেটিভ রিপোর্ট এসেছে। করোনা আক্রান্ত তিন জনই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা এবং তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-