কক্সবাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূ্ল্যতালিকা না রাখায় দুই দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ◑ নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কক্সবাজার শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে জেলা সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার এই অভিযান চালান। অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা না থাকার অপরাধে বড় বাজারের দুই দোকানদারকে অর্থদণ্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

শাহরিয়ার মুক্তার বলেন, পবিত্র রমজানের শুরুতে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছে কৌশলে। অনেকেই দাম বাড়িয়ে বিক্রি করার জন্য ক্রয় রশিদ সংরক্ষণও করে না। এসব অভিযোগে দুই দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে কোনো পণ্য দাম বাড়িয়ে বিক্রি না করে। একই সাথে সকল ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ করতে বলা হয়।

রমজান এবং করোনার কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধও করেন তিনি।

আরও খবর