গিনেস বুকে চারবারের রেকর্ড গড়লেন মাহমুদুল

অনলাইন ডেস্ক ◑
এক মিনিটে ৬৬ বার ফুটবল ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে রেকর্ড গড়েছেন মাহমুদুল হাসান।বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) রাতে চতুর্থবারের মতো গিনেজ বুকের স্বীকৃতি পান তিনি।

মাহমুদুল মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকাট্রনিক্স বিভাগে ডিপ্লোমা প্রকৌশলের ছাত্র মাহমুদুল হাসান। ১৮ বছর বয়সী এই তরুণ পযর্ন্ত মোট চার বার নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।
মাহামুদুলের বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে। বাবা সোহেল রানা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী।

উল্লেখ্য, আগেও তিনবার গিনেজ বুকে নাম তুলেছেন মাহমুদুল। সেগুলো হলো-গত বছর আগস্টে এক মিনিটে সবচেয়ে বেশি বার ঘাড়ের ওপর বাস্কেটবল নাচিয়ে রেকর্ড, একই বছরের এপ্রিলে এক মিনিটে দুই হাতের মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে রেকর্ড এবং ২০১৮ সালে এক মিনিটে সবচেয়ে বেশি ১৩৪ বার বাহুর ওপরে ফুটবল ঘুরিয়ে রেকর্ডের মালিক হন তিনি।

আরও খবর