কক্সবাজারে যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা সাদ্দাম হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ছুরিকাঘাতে আহত সাদ্দাম হোসেন কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টার দিকে ঘোনা পাড়া শংকর মটরের পাশে এঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি দেন।

সন্ত্রাসী ও ছিনতাইকারীরা হলেন, একই এলাকার মৃত মো. ইউনুচের ছেলে রুবেল প্রকাশ প্রকাশ আলু রুবেল, শাকিল, মো. তৈয়বের ছেলে মো, জুয়েল, গাজা সাদুর ছেলে বিটন ও সুকুমার বাইকটার ছেলে রিপন।

আহত সাদ্দাম বলেন, আমি এনজি সংস্থার চাকরি করি। প্রতি দিনের মতো বাড়ি যাওয়ার সময় ঘোনা পাড়া শংকর মটরের সামনে পৌছলেই উপরোক্ত ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে অামার বেতনের নগদ ৩৫ হাজার টাকা ও একটি ওপো মোবাইল ছিনিয়ে নেয়। ওই সন্ত্রাসী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ৩/৪ টি মামলা আছে। অস্ত্র, নয়ন মাডার, ঢাকাতি,নারী নির্যাতনসহ অনেক মামলার আসামী তারা।

আরও খবর