আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
উখিয়ায় কৃষকদের উৎসাহিত ও তাদের প্রতি সহানুভূতি জানাতে মাঠে মাঠে বোরোধান পরিদর্শন করছেন কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবুল কাশেম।
গতকাল বোরো ধান পরিদর্শনের সময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে যেসব শ্রমিক ধান কাটতে এসেছেন, সরকার সব সময় তাদের পাশে রয়েছে। এ সময় কেউ অসুস্থ বা করোনা ভাইরাসে আক্রান্ত হলে সরকারের পক্ষ থেকে তার চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।
ধান কাটার জন্য শ্রমিকের যাতায়াত নির্বিঘ্নে করা, কৃষি যন্ত্রপাতি সরবরাহ এবং শ্রমিকদের ধান কাটায় উৎসাহ প্রদানসহ নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা, উপজেলা, ইউনিয়ন কৃষি বিভাগকে সম্পৃক্ত করে আমরা শ্রমিকদের সব ধরনের সহায়তা দিচ্ছি।
কেননা এ ফসল ফলাতে কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করেন এবং সার, সেচ, বালাইনাশকসহ প্রভৃতিতে তার সর্বস্ব বিনিয়োগ করে। এ ফসল যদি নষ্ট হয়, সময়মতো ঘরে না তোলা যায়- তা হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি খাদ্যের সংকট সৃষ্টি হতে পারে। এ অবস্থায় ফসল সুষ্ঠুভাবে ঘরে তোলা জরুরি।
ধান কাটতে কোন সহযোগিতা লাগলে কৃষি বিভাগের মাধ্যমে কম্বাইন হারভেস্টার এবং রিপার মেশিন দিয়ে ধান কাটতে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
এসময় অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ আতিক উল্লাহ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়,উপসহকারী কৃষি কর্মকর্তা জাহেদুল ইসলামসহ বিভিন্ন কৃষক উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-