নাইক্ষ্যংছড়ির বাইশারীতে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ ইউএনও’র


মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৪র্থ ধাপে কর্মহীন আরো ৫০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাইশারী ইউনিয়ন পরিষদে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

এসময় ইউএনও বলেন- এসব ত্রাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার। করোনা সংকটের কারণে বাইশারীতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের জন্য ৪র্থ ধাপে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল, ৫০০ গ্রাম লবন ও ১ কেজি করে আলু রয়েছে।

এসময় বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ইউপি সদস্যা সাবেকুন্নাহার, ইউপি সদস্য নুরুল আজিম, আব্দুর রহিম, শাহাব উদ্দিন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর