উখিয়ার এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উখিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মর্জিনা আক্তার।
জানা যায়,উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জামালের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার করোনা পরিস্থিতিতে অসহায় অবস্থায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও তাদের একই চিত্র লক্ষ্য করা যায়।
সম্প্রতি এই পরিবার নিয়ে ভিডিও প্রতিবেদন করে”টিটিএন”। বুধবার উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মরজু নিজেই পশ্চিম রত্না এসে দৃষ্টিপ্রতিবন্ধী এই পরিবারের খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, ১০জনের পরিবারের ৮জনই দৃষ্টি প্রতিবন্ধী। যার ফলে পরিবারের প্রধান জামাল উদ্দিনের উপর নির্ভর করে পরিবারের সবার দিনাতিপাত। খেয়ে না খেয়ে চলে তাদের জীবন।
ষষ্ঠ শ্রেণীতে থাকতেই দৃষ্টি হারান জামাল উদ্দিনের ছেলে আরমান। তাদের দৃষ্টিপ্রতিবন্ধী দেখেই মা তাদের ছেড়ে চলে যান।
অবশেষে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার তাদের বাড়িতে এসে খোঁজখবর নেন এবং সহায়তার আশ্বাস দেন। করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-