সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা নারায়নগঞ্জ ফেরত আবুল কালাম (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী করোনা শনাক্ত হয়েছে। ফলে তার বাড়ি লকডাউন করে দিয়েছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ প্রশাসন।
আবুল কালাম কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের টেকপাড়ার বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৪ জনের করোনা টেস্টে ওই ব্যক্তি ছাড়া বাকী ৬৩ জন সবাই নেগেটিভ।
কক্সবাজার জেলায় সর্বশেষ করোনা শনাক্ত হওয়া আবুল কালাম (৫৫) নারায়ণগঞ্জ থেকে মাছের ব্যবসা করে দুই দিন আগে ফিরেছেন। যদিওবা তিনি বিষয়টি গোপন করেছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-