সংবাদ বিজ্ঞপ্তি ◑
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সন্ত্রাসী হামিদ প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়েছেন উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল।
উখিয়া তথা পালংখালী ইউনিয়ন বাসী আজ রোহিঙ্গাদের ভারে নিমজ্জিত। আশ্রয়ে থাকা রোহিঙ্গারা এলাকায় চুরি- ডাকাতি, ইয়াবা কারবার সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের এ সমস্ত কর্মকান্ডের ফলে হুমকির মধ্যে পড়ছে এলাকার নিরাপত্তা ও বিঘ্নিত হচ্ছে আইন শৃঙ্খলা।
এসব নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় চেয়ারম্যান কে হত্যার হুমকি দিলেন থাইংখালী হাকিম পাড়া ১৪ নং ক্যাম্পের মাঝি সন্ত্রাসী হামিদ।
সাধারণ রোহিঙ্গা মাঝি প্রকাশ্যে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যার হুমকি দেওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি দেখা দিয়েছে এবং ভবিষ্যতে এলাকার রাজনৈতিক দলের নেতা কর্মী, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী কেউ তাদের নিকট নিরাপদ থাকবেনা।
উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কমরুদ্দিন মুকুল রোহিঙ্গাদের এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হুমকিদাতা রোহিঙ্গা মাঝি সন্ত্রাসী হামিদ কে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হোক এবং যথাযথ শাস্তির দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-