সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
লকডাউনের সুযোগে দিনে-রাতে প্রকাশ্যে জুয়া খেলছে কক্সবাজার শহরের বৃহত্তর রুমালিয়ার ছড়ায় অবস্থিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাঠে ও ভবণের চতুর্থপাশে। যেখানে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের প্রশাসনের অভিযান চলমান সেই অবস্থাই কিভাবে জুয়াড়ীরা জুয়া খেলতে পারে দাবি স্থানীয়দের।
পৌর-শহর এলাকায় এভাবেই দিনে-রাতে জুয়ার অাসর বসলেও প্রশাসনরে কোন নজরদারী নেই বলে অভিযোগ সচেতন মহলের। জুয়াড়ীদের ওই সংঘবদ্ধ দলটি জুয়া ছাড়াও মাদকসহ নানা অপরাধে জড়িত রয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানায়, বিশেষ করে স্বল্প আয়ের পরিবারের লোকজন ও অপরাধীরাই এসব আসরে বসে। উপার্জনের যাবতীয় টাকা ছাড়াও অনেকেই সংসারের জিনিসপত্রও বন্ধক দিয়েও এই জুয়া খেলা খেলছে।
রহিমা বেগম নামে এক গৃহবধু বলেন, দুই বছর আগেও তাঁর সংসারে সুখ ছিল, ছিল শান্তি। স্বামী আব্দুল মজিদ ভ্যান চালাতেন। ধীরে ধীরে জুয়ার নেশায় মত্ত হয়ে সে কাজ ছেড়ে দেন। দিন-রাত পড়ে থাকতে শুরু করেন জুয়ার আসরে। সবার অগোচরে একদিন ভ্যানটিও বিক্রি করে দেন। জুয়ার জন্য ঘরের খাটটিও বিক্রি করেন। এখন তিনি ঠিকমতো বাড়িতেই আসেন না।
অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতে হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি অপারেশন মাসুম খান বলেন, শিগগিরই জুয়াড়িদের ধরতে ওই এলাকায় অভিযান চালানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-