এলাকাবাসীর সহযোগিতায় শতবর্ষ পুরোনো থিমছড়ি কবরস্থানের বাউন্ডারি নির্মাণের কাজ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি ◑

উখিয়ার রত্নাপালংয়ের ভালুকিয়া পালং থিমছড়ি এলাকার প্রায় শতবর্ষ পুরোনো ভালুকিয়া থিমছড়ি কবরস্থানের বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হয়েছে।

জানা যায়, উক্ত কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে বাউন্ডারি নির্মাণ ছিল এলাকাবাসী একটা স্বপ্ন ও নেতৃস্থানীয়দের প্রতি প্রাণের দাবী। অবশেষে গত ২১ এপ্রিল এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় উদ্বোধন করা হয় কবরস্থানের বাউন্ডারির কাজ।

উক্ত উদ্বোধন কার্যক্রমে এলাকারবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, মাঝের পাড়ার বিশিষ্ট সমাজ সেবক হাজী হাবিবুর রহমান, সব্বির ড্রাইভার, মুহাম্মদ আলম মনিক্কা, পশ্চিম থিমছড়ির কালো ড্রাইভার, সৈয়দ নুর সিকদার, থিমছড়ির আব্দুল মজিদ, মুহাম্মদ শাহাজাহান, তৌহিদুল ইসলাম, মুহাম্মদ আবছার, শহিদুল ইসলাম, নির্মাণ মিস্ত্রি মুহাম্মদ আব্দুল্লাহ, কাশেম আলি, মির আহমদ।

হাজী হাবিবুর রহমান,সৈয়দ নুর সিকদার, মুহাম্মদ আলম (প্রকাশ মনিক্কা) নেতৃত্বে উদ্বোধনী খুঁটি স্থাপন করা হয়। স্থানীয় সকলের বাড়ি ভিটার সীমানা হতে বর্তমান চলাচলের রাস্তা কবরস্থানের পূর্ব -পশ্চিম -উত্তর-দক্ষিণ দৈর্ঘ্য ৩১৫ ফুট এবং ৯ফুট প্রস্থ রেখে কবরস্থানের পাকা বাউন্ডারি নির্মাণের কাজ করা হয়।

মহৎ এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন থিমছড়ি মহল্লার সচেতন মহল।

আরও খবর