ডুলাহাজারায় শতবর্ষী মাদার-ট্রী পড়ে ষাটোর্ধ মহিলার মৃত্যু

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ◑

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিট আওতাধীন শতবর্ষী মাদার ট্রী গর্জন গাছ পড়ে এক ষাটোর্ধ মহিলার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সাড়ে ১২ টার সময় ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিলার নাম জুহুরা বেগম (৬২)। তিনি ৬ পুত্র ও ২ কন্যা সন্তানের জননী এবং ওই এলাকার কামাল হোসেনের স্ত্রী বলে জানা গেছে। বনভূমির গাছ পড়ে মহিলা মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।

তবে এ ব্যপারে জানতে একইদিন দুপুর ১টা ১২ মিনিটে ডুলাহাজারা বিট কর্মকর্তা ইলিয়াস হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করনেনি। এসময় বন্ধ পাওয়া যায় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামের মুঠোফোন।

নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ প্রবল বেগে ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় জহুরা বেগম ঘরের বাইরে রান্নাঘরের চুলোর আগুন ঢেকে দিতে যায়। অতর্কিত অবস্থায় তৎসংলগ্ন একটি মাদার ট্রী গর্জন গাছ তার মাথার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

আরও খবর