সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের প্রধান মজুদকারী পাইকারীদের দোকান এবং গোডাউন পরিদর্শনে নেমেছেন জেলা প্রশাসন। সামনে রমজান মাসকে টার্গেট করে কিছু অসাধু ব্যবসায়ী অতি লাভের আসায় পেঁয়াজ, রসূন এবং অন্যান্য পণ্যের মজুদের খবরে এ অভিযানে নেমেছে প্রশাসন।
কিন্তু পাইকারদের মজুদ এবং চলমান ক্রয়ের মধ্যে সামঞ্জস্য থাকায় পাইকারী ব্যবসায়ী কাউকে কোন রকম দন্ড প্রদান করা হয়নি। কিন্তু মূল্য তালিকা না থাকায় ও বেশি দামে পণ্য বিক্রি করায় একটি খুচরা দোকানদারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে পাইকারদের দ্রব্যমূল্য ঠিক রাখতে, অনৈতিক মজুদ না করতে কঠোর নির্দেশনা এবং দোকানে পণ্যের দ্রব্যমূল্যর তালিকা টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়।
১৯ এপ্রিল (রবিবার) বিকেল ৩ টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ‘ডিসি কক্সবাজার’ নামে ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটসে এসব তথ্য পাওয়া যায়।
ওই ফেসবুক স্ট্যাটসটি হুবুহু তুলে ধরা হলো, কক্সবাজার শহরের প্রধান পাইকারদের দোকান এবং গোডাউন পরিদর্শন করা হয়। পেঁয়াজ, রসূন এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ নিরীক্ষা করা হয়। পাইকারদের মজুদ এবং চলমান ক্রয়ের মধ্যে সামঞ্জস্য থাকায় পাইকারী ব্যবসায়ী কাউকে কোনরূপ দন্ড প্রদান করা হয়নি।
অভিযানকালে পাইকারদের দ্রব্যমূল্য ঠিক রাখতে এবং অনৈতিক মজুদ না করতে কঠোর নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে বাহারছড়া থেকে উপজেলা হয়ে কলাতলি পর্যন্ত টহল কালে বাইরে ঘোরাঘুরি করা মানুষজনকে বাসায় যেতে অনুরোধ করা হয়।
এসময় মূল্য তালিকা না থাকায় ও বেশি দামে পণ্য বিক্রি করায় একটি খুচরা দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-