নিজস্ব প্রতিবেদক ◑
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজারে কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ। জেলা সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কৃষক হাফেজ আহমেদ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় হাফেজ আহমেদ তার পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আজ শনিবার কৃষক হাফেজের ২ কানি পাকা ধান কেটে ঘরে তুলে দেন।
কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
ছাত্রলীগ নেতা মইন উদ্দীন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে।
করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন ছাত্রলীগের মাধ্যমে খবর পাই শ্রমিক সংকটের কারণে হাফেজ আহমেদ তার পাকা ধান কাটতে পারছে না। কাল বৈশাখী মাস যে কোনো সময়ে ঝড় বৃষ্টি হলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা ছাত্রলীগের ৩০ নেতাকর্মী কাচি-মাথাল (ধান কাটার সরঞ্জাম) নিয়ে হাজির হই। প্রথমে কৃষক বিশ্বাসই করতে পারছিলেন না, আমরা বিনা পারিশ্রমিকে তার ধান কেটে ঘরে তুলে দেব।
পরে যখন তার জমির ধান কেটে বাড়িতে এনে দিলাম তার মুখের হাসি আমাদের অন্যরকম আনন্দ দিয়েছে।
এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে কক্সবাজার ছাত্রলীগ। এছাড়াও মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি, ফ্রি মুখের মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ, লিফলেট বিলিসহ অসহায় ও মধ্যভিত্তদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রলীগ নেতা মইন উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-