সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার সদরের খুরুশকুল ব্রীজের নিচে আসা পাথর বোঝাই বোট নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। এসব বোট সরকারী প্রকল্পের কাজে ব্যবহ্নত হচ্ছে। ওই বোট বাহির থেকে আসা কোন বোট নই।
মূলত ওই বোটগুলো কুতুবদিয়ার দরবার ঘাট হতে কক্সবাজারের অভ্যন্তরে চলাচল করে। এসব বোটে থাকা চালক এবং সহকারীরা দীর্ঘদিন যাবত কক্সবাজারে রয়েছে। তারপরেও সতর্কতা এবং জনস্বার্থে এসব চালক এবং শ্রমিকেরা ঘাটে নামবে না। বোটেই অবস্থান করবে তারা।
১৮ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৭ টার দিকে ‘এ্যাসিল্যান্ড কক্সবাজার সদর’ ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে এসব তথ্য পাওয়া য়ায়।
ওই স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো, খুরুশকুল ব্রিজের নিচে আসা পাথর বোঝাই বোট নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। সরকারী প্রকল্পের কাজে চলাচল করা এসব বোট কুতুবদিয়ার দরবার ঘাট হতে আসে এবং কক্সবাজারের অভ্যন্তরে চলাচল করে। এসব বোটে থাকা চালক এবং সহকারীরা দীর্ঘদিন যাবত কক্সবাজারে আছে।
অতিরিক্ত সতর্কতা এবং জনস্বার্থে এসব চালক এবং শ্রমিক ঘাটে নামবে না। বোটেই অবস্থান করবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-