চকরিয়ায় লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দোকান খোলা, রাস্তায় জমায়েত

রাজু দাশ, চকরিয়া ◑

মরণব্যাধি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে লক ডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন।
কক্সবাজার চকরিয়ায় সরকারির নির্দেশনায় নিত্যপ্রয়োজন দোকান ছাড়া সব বন্ধ ঘোষণা করলে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দোকান খোলা রাস্তায় জনসমাগম।

চকরিয়া পৌরশহরে ঘুরে দেখা যায়,
করোনা মোকাবিলায় চকরিয়া উপজেলায় প্রশাসনের নির্দেশনায় নিত্যপ্রয়োজন দোকান পাট সব কিছু বন্ধ ঘোষণা করলেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌর-শহরে লক ডাউন, নির্দেশ অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ীরা দোকান পাট খুলে গণজমায়েত করতেছে প্রতিনিয়ত।

চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু বলেন, সারাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর ধারাবাহিকতায় করোনাভাইরাস প্রতিরোধে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ ঘোষণা করলেও কিছু অসাধু  ব্যবসায়ীরা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দোকান খোলা রাস্তায় জনসমাগম করে ব্যবসা করেছে চকরিয়া পৌরশহরে।

আরো বলেন, জনসাধারন লক ডাউন অমান্য করে মহাসড়ক দিয়ে টমটম, অটোরিকশা চলাচল এবং শতশত মানুষ যাতায়াত করেছে মানুষ। সরকারির নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ জানান।

আরও খবর