টেকনাফ প্রতিনিধি ◑
টেকনাফের সমুদ্র সৈকতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে।
পুলিশ ধারণা করছেন, বুধবার রাতে মালয়েশিয়া যেতে ব্যর্থ হওয়া ট্রলারে যাত্রী হবে পারে। রাতে ওই ট্রলারটি গলা সমান পানিতে যাত্রীদের নামিয়ে দেন। হয়ত, ওই ব্যক্তি খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ায় পানি থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী সমুদ্রসৈকত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক লিয়াকত আলী।
তিনি বলেন, বুধবার রাতে বাহারছড়ার জাহাজপুরা ঘাট এলাকা দিয়ে যে রোহিঙ্গা বোঝাই ট্রলারটি উপকূলে ভিড়ানো হয়েছিল সে ট্রলারের যাত্রী হতে পারে।দুপুরের দিকে সৈকতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।লাশটি দেখে স্থানীয় লোকজন কোনো ধরনের সনাক্ত করতে পারেনি।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিদর্শক লিয়াকত আলী আরও বলেন,লাশের কোনো ধরনের পরিচয় সনাক্ত করা না গেলে আনজুমান মফিদুল ইসলামকে দিয়ে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-