কক্সবাজারে রোববার থেকে সকল ব্যাংকের শাখা খোলা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোববার ১৯ এপ্রিল থেকে সরকারি-বেসরকারি সকল ব্যাংকের শাখা নিয়মিত খোলা থাকবে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন শাখার উপ-মহাব্যাবস্থাপক মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত ১৩ নম্বর সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত সীমিত আকারে লেনদেন চলবে এবং বেলা ২ টা পর্যন্ত ব্যাংকের নিজস্ব কাজের জন্য খোলা রাখা যাবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

সার্কুলারে জনসাধারণের জরুরি আর্থিক প্রয়োজন মেঠানোর লক্ষ্যে সরকারি-বেসরকারি ব্যাংক সমুহের শাখা খোলা রাখা অবস্থায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রমে নগদ টাকা উত্তোলন ও জমা, ট্রেজারী কার্যক্রম, সরকারি লেনদেন, সরকারি বেতন, ভাতা, অনুদান, সরকারি জরুরী ও গুরুত্বপূর্ণ লেনদেন করা যাবে।

এর আগে গত ১১ এপ্রিল বাংলাদেশ ব্যাংক করোনা ভাইরাস জনিত লকডাউন (Lockdown) চলাবস্থায় কক্সবাজার সহ সারাদেশে শুধুমাত্র সরকারি ৬টি ব্যাংকের শাখা সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছিলো।

আরও খবর