টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এক সাড়াশি অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নুরুন্নবী গ্রুপের প্রধান নুরুন্নবী সহ ৫ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১ টি দেশীয় এলজি, ১১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে।

১৫ এপ্রিল বিকেল হতে ১৬ এপ্রিল ভোর পর্যন্ত উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

ধৃতরা রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নুরুন্নবী’র নেতৃত্বে দীর্ঘদিন ধরে অপরাধকর্ম চালিয়ে আসছিলো।

ধৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভয়ংকর বাহিনী প্রধান নুরন্নবী সহ ৫ জন চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র সহ গ্রেপ্তারের খবরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে শরনার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরও খবর