নাইক্ষ্যংছড়িতে প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি ◑

নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল কক্সবাজারে মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে স্যাম্পল পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

একইদিন মোট ৪১ জনের স্যাম্পল টেস্টে বাকী ৪০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। গত ১৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট ২৯১ জনের শরীরের স্যাম্পল টেস্টে এই প্রথম একজনের রিপোর্ট করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। পজেটিভ পাওয়া রোগী একজন পুরুষ। বাকী পরিচয় অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিধিনিষেধের কারণে জানাতে অপারগতা প্রকাশ করেন।

এই বিষয়ে বান্দরবান জেলার সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা জানান, বান্দরবান জেলায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে সে কক্সবাজারে চিকিৎসারত আছে । তাকে অন্যান্য রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে।

আরও খবর