১৪ দিনের কোয়ারেন্টাইনে মালয়েশিয়া ফেরত ৩৯৬ রোহিঙ্গা

মুহিবুল্লাহ মুহিব, বার্তা ২৪ ◑

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পেরে বাংলাদেশের দিকে চলে এসেছে রোহিঙ্গা বোঝাই ট্রলার। ওই ট্রলারে থাকা ৫১৫ জনের মধ্যে ৩৯৬ রোহিঙ্গা ফিরেছে সাগর কূলে।

এসব রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ১৪ দিনের সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। উদ্ধার হওয়াদের মধ্যে বেশীরভাগই অসুস্থ হয়ে পড়েছেন।

কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে রোহিঙ্গাদের
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, বুধবার রাত ১০ টার দিকে টেকনাফের শামলাপুর সাগর উপকূলে আসে রোহিঙ্গা বোঝাই ট্রলারটি। সেখান থেকে কোস্টগার্ড ও বিজিবি-পুলিশের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে। এখন তাদের টেকনাফের ট্রানজিট জেটিতে রাখা হয়েছে। সেখান থেকে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে।

আরও খবর