ডেস্ক রিপোর্ট, ◑ বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসক মারা গেছেন। এর আগে বুধবার সকালে মারা যান এক চিকিৎসক।
বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনন্দমোহন কলেজের চিকিৎসা কেন্দ্রের তরুণ চিকিৎসক ডাঃ জ্যোতি জয়ন্ত চক্রবর্তী।
তিনি গত ৮ এপ্রিল এক ফেইসবুক স্টাটাসে করোনা যুদ্ধে নামার শপথ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বুধবার সকালে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন মারা যান ।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-