ডা. মঈনুদ্দিনের মৃত্যুতে উখিয়ার ইউএনও’র শোক প্রকাশ

কনক বড়ুয়া, উখিয়া ◑

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা ভাইরাস (COVID-19) এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেশে চিকিৎসকদের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে তিনিই প্রথম মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নিকারুজ্জামান। তার ফেইসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৭টায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আরও খবর