করোনার মহা দুর্যোগেও টেকনাফে চলছে মাদক পাচারঃ র‍্যাবের হাতে যুবক আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
মাদক কারবারে জড়িত অনেক অপরাধী তাদের অবৈধ অপকর্ম অব্যাহত রেখেছে। তারা এত ভয়ানক করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ অসহায় দিন মজুর মানুষগুলো ঘর থেকে বাইরে যেতে পারছেনা অথচ মাদক কারবারে জড়িত এই অপরাধীরা এই দূর্যোগের মধ্যেও বিভিন্ন কৌশল অবলম্বন করে চালিয়ে যাচ্ছে ইয়াবা পাচার।

এদিকে মাদক পাচার প্রতিরোধ করার জন্য সদা প্রস্তুত রয়েছে টেকনাফে দায়িত্বরত আইন-শৃংখলা বাহিনীর সদস্যারা। তারেই ধারাবাহিকতায় র‍্যাব-১৫ সদস্যদের হাতে ইয়াবাসহ ধরা পড়ল এক মাদক ব্যবসায়ী।

তথ্য সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল (বুধবার) বিকাল ৩টার দিকে র‌্যাব-১৫ সদস্যদের একটি দল মাদক বিক্রয়ের গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ পৌরসভা শাপলা চত্তর এলাকায় অভিযান গেলে মাদক কারবারে জড়িত বেশ কয়েকজন লোক র‍্যাবের উপস্থিতি দেখে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে হাতে থাকা একটি কাপড়ের ব্যাগসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।

ধৃত যুবক হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ব নাজির পাড়া এলাকার সরু হোসনের পুত্র দিল মোহাম্মদ (২০)। এরপর র‍্যাব সদস্যরা উপস্থিত লোকজনের সামনে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪হাজার ৯শ ৯০পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্রিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আরও খবর