নিজস্ব প্রতিবেদক ◑
করোনা সংকট মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কক্সবাজারের পাঁচটি কাঁচাবাজার সরানোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসব কাঁচাবাজার অস্থায়ীভাবে বসানোর জন্য নতুন স্থানও নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে কক্সবাজার পৌরসভার মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ডিসি কক্সবাজার’ নামে ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
ওই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- “করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে কক্সবাজার পৌরসভাস্থ নিম্নোক্ত কাঁচাবাজারসমূহকে স্থানান্তরের জন্য অস্থায়ীস্থান নিম্নোকক্তভাবে নির্ধারণ করা হলো। কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র অনতিবিলম্বে নতুন স্থানে বাজার স্থানান্তর নিশ্চিত করবেন।’
জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী, শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার বড়বাজার সরিয়ে অস্থায়ীভাবে বসানোর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান। এখন থেকে বড়বাজার বসবে ঈদগাঁহ মাঠে।
তেমনিভাবে বাহারছড়া বাজার বসানো হবে মুক্তিযোদ্ধা মাঠে (পাসপোর্ট অফিসের সামনে), কানাইয়াবাজার বসানো হবে নতুনবাহারছড়া, লিংকরোড় বাজার বসানো হবে লম্বালম্বি রাস্তার পাশে ও উপজেলা কাঁচাবাজার বসানো হবে নির্মাণাধীন মডেল মসজিদ এলাকায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-