চকরিয়ায় ২টি মৃতদেহ উদ্ধার!

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ◑

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক কিনারা থেকে পৃথক ঘটনায় ২ টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

চকরিয়া উপজেলাধীন কৈয়ারবিলের ইসলামনগর মহাসড়ক পাশ থেকে সড়ক দুর্ঘটনায় বাঁচা মিয়া (৮০) ও অপর ঘটনায় মালুমঘাটের রিংভং নতুন মসজিদ এলাকা থেকে মোঃ লোকমান (৩০)এর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার রাত ৯ টার সময় ইসলাম নগর ও সোমবার ভোরে রিংভং নতুন মসজিদ এলাকায় পৃথকভাবে ঘটনা দুটি ঘটে।

স্থানীয় লোকজন বলেন, রাতে চট্টগ্রামমুখী মালবোঝাই একটি ট্রাককে ধাওয়া দেয় চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। এসময় মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া ট্রাকটি বাঁচা মিয়া নামের বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। তবে মৃত্যুর তিনঘন্টা পরও ঘটনাস্থলের ২শ গজ অদূরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করতে আসেনি।

স্থানীয় লোকজনের আকুল অনুরোধে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ আনিসুর রহমানের মোবাইলে ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অপর ঘটনায় সোমবার সকালে একই উপজেলার মালুমঘাট রিংভং নতুন মসজিদ সংলগ্ন মহাসড়ক কিনারা থেকে মোঃ লোকমান নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানা পুলিশ।

সে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমার পাড়া এলাকার মৃত আবদুল মালেকের ছেলে। তবে নিহত লোকমান মাস খানেক ধরে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় তার শাশুড় বাড়িতে ছিল।

রিংভং নতুন মসজিদ এলাকার লোকজন জানায়, ভোরে গুলির শব্দ শুনে তারা। ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে লাশটি পড়ে থাকতে দেখতে পায়। ও সময় একটি সাদা রঙের মাইক্রোবাস মহাসড়ক হয়ে উত্তর দিকে চলে যাচ্ছিল বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

নিহত লোকমানের স্ত্রী রিফা আক্তার (২১) জানান, তার স্বামী চট্টগ্রাম বন্দরে একটি ট্রান্সপোর্টের অধীনে মালামাল উঠা-নামার শ্রমিকের কাজ করতো। বেতনের টাকা তোলার জন্য চট্টগ্রামের যাওয়ার উদ্দেশ্যে ভোর ৪টা ১৫ মিনিটে শ্বশুর বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর এলাকার লোকজনের মাধ্যমে তার গুলিবিদ্ধ লাশের খবর পাওয়া যায়।

চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকা থেকে গুলিবিদ্ধ একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা উদঘাটন করতে পুলিশি তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও খবর