কক্সবাজার লকডাউন: লোক যাওয়া-আসার ট্রানজিট পয়েন্ট সাগর পথ, সক্রিয় অসাধু চক্র

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑

করোনা ভাইরাস বিস্তার রোধে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। ফলে সড়ক পথে যাত্রীবাহী সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে।

এই সুযোগকে কাজে লাগিয়ে অতি লোভী এলাকার একটি চক্র চট্টগ্রাম থেকে কক্সবাজার ফিশিং বোর্টে করে লোকজন আনা নেওয়া করছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু কক্সবাজার এখনো করোনামুক্ত।

তাই কক্সবাজারবাসীর বুঝা উচিৎ সাগর পথে অবৈধভাবে এসব কাজ না করার দাবি সচেতন মহল। ওইসব বোট কক্সবাজার শহরের ঈদগাও, নুনিয়ারছড়া, মাঝিরঘাট, নাপিতখালী ও চৌফলদন্ডীসহ বাকখাঁলী নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে লোকজন উঠানামা করছে বলে বিভিন্ন সূত্রে জানায়।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরদারির দাবী জানাচ্ছেন সচেতন মহল।

এদিকে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম নজরুল ইসলাম তাঁর ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেন, কক্সবাজার লকডাউন ঘোষণা করার পর কক্সবাজার থেকে যাত্রীবাহী সব ধরনের পরিবহন বন্ধ হয়ে গেছে।

এই সুযোগে একটি চক্র চট্টগ্রাম থেকে কক্সবাজার ফিশিং বোর্টে করে লোকজন আনা নেওয়া করছে বলে অভিযোগ উঠেছে। শহরের নুনিয়ারছড়াসহ বাকখাঁলী নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব লোকজন উঠানামা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

অন্যদিকে ট্রলার নিয়ে আসছে নারায়নগঞ্জ থেকে লবণ ব্যবসায়ীরা। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি সচেতন জনগণ সর্বোপরি প্রশাসনের নজরদারির দাবী জানাচ্ছি।

আরও খবর