চকরিয়া প্রতিনিধি ◑
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় ট্রাক চাপায় বাঁচা মিয়া (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
নিহত হওয়ার তিনঘন্টা পরও লাশ উদ্ধার করতে আসেনি হাইওয়ে পুলিশ। পরে স্থানীয় লোকজন অনুরোধ করার পর পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। রবিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁচা মিয়া কৈয়ারবিল ইউনিয়নের ইসরামনগর গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, রাতে চট্টগ্রামমুখি মালবোঝাই একটি ট্রাককে ধাওয়া দেয় হাইওয়ে পুলিশ। এসময় মহাসড়কের ইসলামনগর এলাকায় সড়ক পারাপারের সময় বাঁচা মিয়াকে চাপা দেয় বেপরোয়া ট্রাক। ঘটনাস্থলে মারা যায় তিনি।
মারা যাওয়ার তিনঘন্টা পার হলেও ঘটনাস্থলের ২শত গজ অদূরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধারে এগিয়ে আসেননি।
এলাকাবাসীর অনুরোধের পর রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়ার পথে পেকুয়া থানা পুলিশ ট্রাকটি জব্দ করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-