চকরিয়ায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার

রাজু দাশ, চকরিয়া ◑

কক্সবাজার চকরিয়ার গুলিবিদ্ধ মোঃ লোকমান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোরবেলা সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডুলাহাজারা ইউনিয়নে মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক নাম মোঃ লোকমান (৩০) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমারপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। সে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ করতেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গুলিবর্ষণ শোনা যায়। এ সময় মহাসড়কের দিকে আসলে দেখা যায় একটি সাদা রঙের প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে উত্তর দিকে চলে যেতে দেখেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ রাস্তার পাশে এক যুবকে পড়ে থাকতে দেখা যায়
আরো জানান, লোকমান চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কে বা কারা গুলি করে এক যুবককে হত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম ও উপপরিদর্শক আবদুল বাতেনের ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আরও খবর