সংবাদদাতা ◑
কক্সবাজার সদরের ৮নং ওয়ার্ড বৈদ্যঘোনা খাজামঞ্জিল বিবি হাজেরা মসজিদের পিছনে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাস পরিস্থিতি ও প্রশাসনের ব্যস্ততা কাজে লাগিয়ে কিছু অসাধু লোক সদর উপজেলার বৈদ্য ঘোনা এলাকায় নির্বিচারে পাহাড় কাটছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায় অভিযানকারীরা।এ সময় পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
১২ এপ্রিল( রবিবার) কক্সবাজার সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের নেতৃত্বে পৌরসভার ৮নং ওয়ার্ড বৈদ্যঘোনা খাজামঞ্জিল ওয়ার্ড বিবি হাজেরা মসজিদের পিছনে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।পরে পাহাড় কাটার দায়ে একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা।
এসময় কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ কামরুল হাসান ও এনফোর্সমেন্ট টিম উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-