শাহীন মাহমুদ রাসেল ◑
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর স্কুল ছাত্র ইমনের মরদেহ উদ্ধার হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে কক্সবাজারের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের অদূরে দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার নতুন ব্রীজ সংলগ্ন বাঁকখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে, দুপুরে বাঁকখালী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে যায় ইমন (১৩)।
নিখোঁজ ইমন একই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও বাংলা বাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
সহপাঠীরা বলেন, রবিবার দুপুরে আমরা কয়েকজন বন্ধু খেলে গোসল করতে নামলে সবাই সাঁতার কেটে একটু দূরে চলে গেলে পানির স্রোত বেশি থাকায় আমরা উঠতে পারলেও ইমন উঠতে পারেনি। পরে আমরা ইমনকে খোঁজাখুঁজি করি ও স্থানীয় লোকজনকে জানালে তারা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।
ইমনের বাবা জসিম উদ্দিন জানান, ইমন আমার দু’ছেলের মধ্যে বড় ছেলে। সে তার মাকে বলে নদীর পাড়ে বন্ধুদের সাথে খেলতে যায়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পেয়ে সাথে সাথেই বাঁকখালী নদীতে উদ্ধার তৎপরতায় নামি। কিন্তু দুর্ভাগ্যজনক তাকে জীবিত উদ্ধার করতে পারিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-